Application
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সাপোর্টিং এন্ড এমপাওয়ারিং এক্টিভিটি টু রুরাল কমিউনিটি (সার্চ) এর সামাজিক সেবামূলক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে শেরপুর জেলার সকল ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
• পদের নাম : ফিল্ড অফিসার
• পদসংখ্যা : 52 টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ বা তদুর্ধ
• অভিজ্ঞতা : প্রযোজ্য নয়, তবে মাঠকর্মী হিসেবে কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
• বয়সসীমা : ১৮ থেকে ৩৫ বছর
• বেতন : ৮,০০০ - ১৬,০০০ টাকা
• অন্যান্য সুবিধা : উৎসব ভাতা (০২টি), প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা
• আবেদনের শেষ সময় : ১২/১২/২০২৩ খ্রিঃ
• ভাইভা পরীক্ষার তারিখ : ১৪/১২/২০২৩ খ্রিঃ, সময় এডমিট কার্ডে উল্লেখ থাকবে এবং মোবাইল কলের মাধ্যমে জানানো হবে। 
চাকুরীর দায়িত্বঃ
• কর্মএলাকা হবে নিজ ইউনিয়ন।
• শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত অন্যান্য দিন কাজ করতে হবে।
• সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করতে হবে। 
সদস্য হওয়ার শর্তাবলী:
--------------------------------------------------
১। প্রত্যেক সদস্যই একজন শেয়ার সদস্য হিসেবে নিবন্ধিত হবে।
২। সদস্য হওয়ার জন্য সদস্য ফরম পূরণ করে প্রাথমিক চাঁদা পরিশোধ করতে হবে। 
৩। প্রতিষ্ঠান পরিচালনার জন্য অবশ্যই সদস্যকে নির্দিষ্ট পরিমান চাঁদা প্রদান করতে হবে। তবে সঞ্চিত চাঁদা ০১ বছর ( সদস্য অন্তর্ভূক্তির দিন থেকে) পর উত্তোলন করতে পারবেন এবং ইতোমধ্যে প্রতিষ্ঠান লাভবান হলে তার সঞ্চিত চাঁদার আনুপাতিক হারে লভ্যাংশ জমা হবে। তবে তিন বছর পর উত্তোলনের ক্ষেত্রে তৎকালীয় নিয়মানুসারে লভ্যাংশ প্রদান করা হবে।   
৪। চাঁদা উত্তোলন করলে তার সদস্যপদ বাতিল হবে এবং সকল সুবিধা থেকে বাদ দেয়া হবে।  
৫। ০১ বছরের আগে সদস্য পদ বাতিল করলে বা সঞ্চিত সাকুল্য চাঁদা উত্তোলন করলে তার প্রাপ্য সুবিধার সমমূল্য তার সঞ্চিত চাঁদা হতে কর্তন করা হবে।
৬। ০১ বছর হতে ০৩ বছরের মধ্যে সঞ্চিত চাঁদার সমুদ্বয় অর্থ উত্তোলন করলে তার সঞ্চিত চাঁদা ফেরত পাবে। তবে এক্ষেত্রে কোন লভ্যাংশ প্রদান করা হবে না। ০৩ বছর বা তদুর্ধ সময় পর চাঁদা উত্তোলনের ক্ষেত্রে সেই অর্থ বছরে সঞ্চিত চাঁদার আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করা হবে।
৭। সদস্যপদ বাতিল এবং সঞ্চিত চাঁদা উত্তোলনের আবেদন জমা দেয়ার ০৭ কার্যদিবসের মধ্যে তার আবেদনের নিষ্পত্তি করা হবে।
৮। মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং এবং মাঠকর্মীর মাধ্যমে মাসিক/বাৎসরিক/এককালীন চাঁদা জমাদানের সুযোগ থাকবে। 
৯। লেনদেনের সকল তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে এবং প্রত্যেকটি লেনদেনের সময় নিবন্ধিত মোবাইল নম্বরে মেসেজ এর মাধ্যমে জানানো হবে। 
১০।  উপকরণ সমূহ বলতে শিক্ষা সহায়ক উপকরণ (খাতা, কলম, পেন্সিল ইত্যাদি ও বিদ্যালয়ের বেতন বাবদ বৃত্তি) সমূহকে বুঝাবে। ১ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এর আওতায় থাকবে। অসচ্ছল পরিবারের সদস্যদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সহযোগিতা হিসেবে বিদ্যালয়ের সাকুল্য ফি পরিশোধ করা হবে।
১১।  স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত ক্লিনিক/হাসপাতাল/ডায়াগোনোস্টিক সেন্টার সমূহে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়ে চিকিৎসা সেবা পাবে এবং ঝটিল রোগে রোগাক্রান্ত হলে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 
---------------------------
• একটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ০৩ টি কেন্দ্র / গ্রাম সংগঠন তৈরী করতে হবে। তবে ভৌগলিক, আর্থ-সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার ভিন্নতার কারণে কেন্দ্র ও সদস্য সংখ্যা কমবেশি হতে পারে।
• প্রতিদিন কমপক্ষে ০১টি কেন্দ্র / গ্রাম সংগঠন পরিদর্শন করতে হবে। প্রতি কেন্দ্রে কমপক্ষে ১০ জন সদস্য থাকতে হবে।
• ০৩ মাসে কমপক্ষে ৫০০ সদস্য সংগ্রহ করতে হবে।
• ৫০০ সদস্য সংগ্রহ করার পর ১ম ইনক্রিমেন্ট যুক্ত হবে এবং মুল বেতনের সাথে যাতায়াত ভাতা যুক্ত হবে।
• পেপারলেস কার্যক্রম হওয়ায় সকল তথ্য সংস্থার ওয়েব সাইটে আপলোড করতে হবে এবং নিয়মিত আপডেট করতে হবে।
• সদস্যদের মাঝে উপকরণ বিতরণের জন্য উপজেলা অফিস / জেলা অফিস থেকে উপকরণ সংগ্রহ ও বিতরণ করতে হবে।
• সকল কাজ সফটওয়্যারে করতে হবে বিধায় স্মার্টফোন থাকা আবশ্যক।
আবেদন লিংক : https://searc.org/online_application
যোগাযোগ :
মোবাইল - 01329 957566 , ইমেইল : searcbd@gmail.com,
ফেসবুক : https://fb.com/searcbd
© All rights reserved ©
Design & Developed by : IT Team of SEARC