Terms of Membership
সদস্য হওয়ার শর্তাবলী:
১। প্রত্যেক সদস্যই একজন শেয়ার সদস্য হিসেবে নিবন্ধিত হবে।
২। সদস্য হওয়ার জন্য সদস্য ফরম পূরণ করে প্রাথমিক চাঁদা পরিশোধ করতে হবে। 
৩। প্রতিষ্ঠান পরিচালনার জন্য অবশ্যই সদস্যকে নির্দিষ্ট পরিমান চাঁদা প্রদান করতে হবে। তবে সঞ্চিত চাঁদা ০১ বছর ( সদস্য অন্তর্ভূক্তির দিন থেকে) পর উত্তোলন করতে পারবেন এবং ইতোমধ্যে প্রতিষ্ঠান লাভবান হলে তার সঞ্চিত চাঁদার আনুপাতিক হারে লভ্যাংশ জমা হবে। তবে তিন বছর পর উত্তোলনের ক্ষেত্রে তৎকালীয় নিয়মানুসারে লভ্যাংশ প্রদান করা হবে।   
৪। চাঁদা উত্তোলন করলে তার সদস্যপদ বাতিল হবে এবং সকল সুবিধা থেকে বাদ দেয়া হবে।  
৫। ০১ বছরের আগে সদস্য পদ বাতিল করলে বা সঞ্চিত সাকুল্য চাঁদা উত্তোলন করলে তার প্রাপ্য সুবিধার সমমূল্য তার সঞ্চিত চাঁদা হতে কর্তন করা হবে।
৬। ০১ বছর হতে ০৩ বছরের মধ্যে সঞ্চিত চাঁদার সমুদ্বয় অর্থ উত্তোলন করলে তার সঞ্চিত চাঁদা ফেরত পাবে। তবে এক্ষেত্রে কোন লভ্যাংশ প্রদান করা হবে না। ০৩ বছর বা তদুর্ধ সময় পর চাঁদা উত্তোলনের ক্ষেত্রে সেই অর্থ বছরে সঞ্চিত চাঁদার আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করা হবে।
৭। সদস্যপদ বাতিল এবং সঞ্চিত চাঁদা উত্তোলনের আবেদন জমা দেয়ার ০৭ কার্যদিবসের মধ্যে তার আবেদনের নিষ্পত্তি করা হবে।
৮। মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং এবং মাঠকর্মীর মাধ্যমে মাসিক/বাৎসরিক/এককালীন চাঁদা জমাদানের সুযোগ থাকবে। 
৯। লেনদেনের সকল তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে এবং প্রত্যেকটি লেনদেনের সময় নিবন্ধিত মোবাইল নম্বরে মেসেজ এর মাধ্যমে জানানো হবে। 
১০।  উপকরণ সমূহ বলতে শিক্ষা সহায়ক উপকরণ (খাতা, কলম, পেন্সিল ইত্যাদি ও বিদ্যালয়ের বেতন বাবদ বৃত্তি) সমূহকে বুঝাবে। ১ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এর আওতায় থাকবে। অসচ্ছল পরিবারের সদস্যদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সহযোগিতা হিসেবে বিদ্যালয়ের সাকুল্য ফি পরিশোধ করা হবে।
১১।  স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত ক্লিনিক/হাসপাতাল/ডায়াগোনোস্টিক সেন্টার সমূহে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়ে চিকিৎসা সেবা পাবে এবং ঝটিল রোগে রোগাক্রান্ত হলে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 


© All rights reserved ©
Design & Developed by : IT Team of SEARC