Background

সার্চ,

সমাজ উন্নয়নের দিশারী হওয়া একটি স্বপ্নের নাম। একটি পরিবার যেমন সবার সুখে দুঃখে একসাথে পথ চলে ঠিক তেমনি সার্চও একটি পরিবার। এ পরিবারের সকল সদস্যের ভালো মন্দ একসাথে নিয়ে চলার প্রেক্ষাপট নিয়েই আমাদের পথচলা শুরু। একজন নাগরিকের মৌলিক মৌলিক চাহিদাগুলোর মধ্যে শিক্ষা ও চিকিৎসা নিয়ে কাজ করা আমাদের প্রথম কাজ। একজন শিক্ষার্থীকে ঝড়ে পড়া রোধ করতে এবং তার পড়ালেখা নিশ্চিত করার লক্ষ্যে আমরা তার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহ যাবতীয় দায়িত্ব আমরা নিতে সদা প্রস্তত, তাকে দক্ষ করে কর্মক্ষম কওে গড়ে তোলার জন্য সার্চ কাজ করবে। একই সাথে আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।

আমরা কে?

আমরা একটি যৌথ পরিবার। আমাদের পরিবারের সদস্য সবাই যারা ইতিমধ্যে আমাদের সাথে একাত্বতা ঘোষণা করে পরিবারে যুক্ত হয়েছে। তবে আমরা মোট দাতা সদস্য ১৩ জন। যাদের স্থায়ী ঠিকানা শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় হলেও মতামতের ক্ষেত্রে এক ও অভিন্ন। উপার্জনের তাগিদে আমার সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। যেহেতু সার্চ পরিবারে সবাইকে বিভিন্ন সেবা দিতে হবে তাই আমরা সবাই স্বপ্রনোদিত হয়ে বিভিন্ন সামাজিক ও দাতা সংস্থাদের সাথে কাজ করছি।

কেন আপনারা আমাদের পরিবারের সদস্য হবেন?

আপনি যদি নিম্ন আয়ের মানুষ হয়ে থাকেন তাহলে আমরা আপনাদের পাশে দাড়ানোর সুযোগ চাই। যদি স্বচ্ছল হয়ে থাকেন তাহলে আমরা আপনার সহযোগিতা চাই। লক্ষ্য একটাই পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমাদের পরিবারে আপনার ক্ষুদ্র অবদানটুকুও অনেক গুরুত্বপূর্ণ।

স্বচ্ছতা আর জবাবদিহীতা -

আমাদের হিসাবের স্বচ্ছতার জন্য আমাদের অনলাইন সফটওয়্যার ব্যবহার হচ্ছে। আপনার অবদানটুকু সেখানেই দেখতে পারবেন। পরিবারের সদস্য হওয়ায় বাৎসরিক সভার আয় ব্যয়ের বিবরণীটি আপনার কাছে পাঠিয়ে দেয়া হবে। প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মীই আপনার সেবা প্রদানে বাধ্য থাকবে। যেকোন অভিযোগ আমাদের অফিসের নম্বরে দেয়ার অনুরোধ থাকবে। পরিবারের সেবকগণ সদা প্রস্তুত আপনার সেবায় .....

আপনাকে আমাদের পরিবারে স্বাগতম ... সার্চ
© All rights reserved ©
Design & Developed by : IT Team of SEARC