Vision

আমাদের উদ্দেশ্য হলো একটি সমাজ স্থাপনায় দরিদ্র মানুষের জীবনমান, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা, ও কর্মক্ষমতার উন্নয়ন সাধন করা। আমরা একটি প্রতিষ্ঠান হিসেবে দুর্বল, সমাজে বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো যার মাধ্যমে তাদের জীবনমান উন্নত হবে।  আমরা শিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষা এবং পেশাগত প্রশিক্ষণের সুযোগ প্রদান করে তাদের দক্ষতা উন্নত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস  আমাদের উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ নির্মাণ করা সম্ভব হবে, যেখানে প্রতিটি ব্যক্তির স্বপ্ন এবং সম্ভাবনার ক্ষেত্র প্রতিটিরই সমান প্রাধান্য পাবে।
 
Our vision is to improve the quality of life, education, economic status, and performance of poor people in a social setting. We as an organization will undertake various initiatives for the weak, socially deprived and backward groups through which their quality of life will improve. We aim to improve their skills by providing higher education and vocational training opportunities through education. We firmly believe that through our initiatives it will be possible to build a prosperous and prosperous society, where the dreams and possibilities of each individual will be given equal priority.


© All rights reserved ©
Design & Developed by : IT Team of SEARC